১৯৭৬ সালে যুক্তরাজ্যের মেসার্স উইলকিনসন সোর্ড কোম্পানী হতে টার্ন কি চুক্তির ভিত্তিতে একটি ব্লেড কারখানা স্থাপনের প্রস্তাব পাওয়া যায়। প্রস্তাব পর্যালোচনান্তে ২৭শে এপ্রিল,১৯৭৯ মেসার্স উইলকিনসন সোর্ড এর সাথে বিএসইসি কর্তৃক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি মোতাবেক বিএসইসি ১৯৭৯ সালে একটি প্রকল্প প্রস্তাব শিল্প মন্ত্রণালয়ে প্রেরণ করে। বিএসইসি’র প্রস্তাবনা ও পরিকল্পনা কমিশনের অনুমোদন মোতাবেক শিল্প মন্ত্রণালয় বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের অধীনস্থ মিল সমূহের লভ্যাংশ/অর্জিত মুনাফা হতে একটি ব্লেড ফ্যাক্টরী স্থাপনের জন্য ২১-০১-১৯৮০ তারিখ প্রকল্পটি অনুমোদন করে। মেসার্স ইউলকিনসন সোর্ড ১৯৮০ সালের আগষ্ট মাসে প্রকল্পের কাজ আরম্ভ করে ১৯৮৪ সালে সেপ্টেম্বর মাসে কাজ সমাপ্তির পর বিএসইসি’র নিকট হস্তান্তর করে প্রায় এক বৎসর পরীক্ষামূলক উৎপাদনের পর ০১-০৭-১৯৮৫ তারিখ হতে প্রতিষ্ঠানটি বাণিজ্যিক উৎপাদন শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্য ডাবল এজ রেজার ব্লেডের পাশাপাশি ডিসপোজেবল রেজার ব্লেড প্রস্তুত করণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কোম্পানী আইন ১৯১৩ অনুযায়ী (পরবর্তীতে সংশোধিত কোম্পানী আইন ১৯৯৪ মোতাবেক) বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরী লিঃ (বিবিএফএল) ১১-১০-১৯৮৬ তারিখে পাবলিক লিমিটেড কোম্পানী হিসেবে নিবন্ধিত হয়।